৪২) তোরা সব জাগো সজনী | |
৪৩) তোরা সব বল কলঙ্কিনী | |
৪৪) এলো বসন্ত কাল শ্রী নন্দলাল দেশে যাই | |
৪৫) নাস্তানাবুদ খানে, খারাপ করলি গৌর হরি | |
৪৬) গৌর বলে কাঁদবি যদি নিরবধি | |
৪৭) সবে কয় গোপীর ভজন, রাগের কারণ | |
৪৮) বল কানাই, তোরে গৌর করলো কে | |
৪৯) যদি সাধ ছিল গৌররুপ হ'বি বলে | |
৫০) তুই চল কানাই ল'য়ে যাই বৃন্দাবনে | |
৫১) কি দুঃখে গৌর হ'লি বল কানাই | |
৫২) জন্মি যে জন্যে ব্রহ্মকূলে জান না | |
৫৩) ব্রজে যাবো মেগে খাবো ঘরে ঘর | |
৫৪) রাধার ঋন শুধিব ছিল বাসনা | |
৫৫) শ্রীদাম ভাই দুঃখের আর অবধি নাই | |
৫৬) শ্রীদাম ভাই মনের দুঃখ জান না | |
৫৭) তুই বল কানাই, কেন হলি ভাই সন্ন্যাসী | |
৫৮) নব ভাবে আজকে মাতা'ল গৌরাঙ্গে | |
১৯) হরি বলরে মন | ৫৯) নিতাই রে ওরে নিতাই চল যাই |
২০) ভোলা মন সদাই কর | ৬০) কাজ কি আমার মন্ত্র বীজে |
২১) ওরে মন হরি নাম এলো ভাব ভয় ঘুচাতে | ৬১) পাগল হতে আর বাকি আছে কি |
২২) একবার দাড়াও এসে বিনোদ বেসে | ৬২) পাগল নয় পাগলের আকার |
২৩) তোরা কে যাবি গৌরঘাটে | ৬৩) আমারে যে পাগল বলে |
২৪) তোরা দেখ সে এক সোনার মানুষ এসেছে | ৬৪) মদ খেতে নি'তে মাতাল মাতা'ল সংসার |
২৫) সখি এলো এক সোনার মানুষ কাটোয়ায় | ৬৫) গৌর প্রেম লেগেছে যার গো |
২৬) আমার মন দিল যে-জন হরে | ৬৬) মনা ভাই, দেখ না চেয়ে ভবের খেলা |
২৭) সখীরে গোপীর ভজন ভীষম যাজন | ৬৭) দয়াময় সাধন-ভজন জা'নব কত |
২৮) তোরা কেন গৌর বলিস | ৬৮) দয়াময় তোর যে দয়ার নাই তুলনা |
২৯) আমার অন্তর যায় জ্বলে | ৬৯) জীবের চিত্ত সন্দ গেছেরে |
৩০) কাঁদলে কি গৌর পাবি | ৭০) আমাদের বৈশম্পায়ন জ্বর আটকেছে |
৩১) সাধ ছিল যাব | ৭১) আমি কেবল প্রেম ভিখারী |
৩২) যদি হবি প্রেমতীর্থ বাসী | ৭২) সাম ল'য়ে না'মলো এবার নিতাই |
৩৩) কার জন্যে এই মানুষ হয় সন্ন্যাসী | ৭৩) তোরা কেউ নিবি নাকি রে |
৩৪) আর কিছু পাইনে সখী দেখিতে | ৭৪) করণ করে কি কাজ আছে |
৩৫) তোরা দেখসে আসি ব্রজবাসী | ৭৫) যদি কেউ হরিচাঁদ নামে দয়াল |
৩৬) তোরা দেখে যা দেখে যা সহচরী | ৭৬) আয় কে যাবি, হরিচাঁদের আনন্দ মেলায় |
৩৭) আমি কি দেখলাম সুরধুনীর পুলিনে | ৭৭) হরি বিনোদ বেশে বিরাজ কর এসে |
৩৮) সখীরে ওরে প্রাণসখী দেখ সে আয় | ৭৮) হরিচাঁদ করুণা গুরু তরুতলে |
৩৯) একখানা সোনার প্রতিমা নাচে | ৭৯) আমি গৃহবাসে আছি কিসে |
৪০) সই রে গৌড় আমার মনো প্রান নিল করে | ৮০) সই রে সই, এত শুধু সোনা নয় |
৮১) আমার গোসাইর কি ভাব | |
৮২) সাধে কি গৌর বলি সই মনে | |
৮৩) তুমি যা কর গো রাই ও রাই | |
৮৪) তোরা কি প্রেম করিবি | |
৮৫) গো প্রান সজনী একাকিনী | |
৮৬) চল চল গো সখি দেখবি নাকি | |