৮নং গানঃ তাল-যৎ
হরে কৃষ্ণ হরি বল।
মন তোর সাধের দিন ত অন্ত হ’ল।
একবার দিনান্তে শ্রীকান্ত বল, ঐদেখ দুরন্ত কৃতান্ত এল।।
১) আশী লক্ষ জন্ম পরে, জন্ম নিলা নরোদরে, মন আমার,
এবার অসার সংসার, আপন সারা সার,
মন তোর কুলাবে না এ পশারে, কুল পাবি না এ সংসারে।
কেবল অনর্থক যাওয়া আসা রে, পারে সারাৎসারে লয়ে চল।।
২) হরিপদে দিয়ে হিয়ে, নাচ হেলে দুলে হ'য়ে কুতূহল,
প্রাণান্তে আর পান করিস না বিষয় হলাহল,
কর হরি বলে কোলাহল, যা হ'য়ে গেছে তাত হল,
এবার হাল ছেড়ে হ’গে বেহাল, তবে পাবি হরির পদ কমল।।
৩) হ'য়ে ব'য়ে গেছেরে ভাই যা আছে সামলে রাখ তাই,
মনরে হরি বললে পরে, ছো'বে না শমন রে,
ভাব সে রাধা রমনে মনে, তবে ভাবনা কি মরণে রণে,
জীব জীবনে ভবনে বনে, কেবল হরিবল হরিবল।।
৪) হরিনাম তরণী ক'রে, যেতে হবে ভবপারে,
এইবার আছে সম্মুখে, অপার ভব পারাবার,
কেবল আসা যাওয়া বারে বারে, বিপদহারী বিনে কে দুঃখ নিবারে,
এল ভক্তি রতন কিনিবারে, এ হাট ভেঙ্গে গেলে তা কই হ'ল।।
৫) গোঁসাই গোলকচাঁদ কয় ওরে হরে, ছয় চোরে ধন নিল হরে,
এসময় সহজ প্রেমে কাতর, এ প্রেমে তার কর্ম নয়,
যদি যেতে ইচ্ছা ভবপারে, ডুব গে গুরুচাঁদের ভাব সাগরে,
ব'লে ক'য়ে চরণ ধরে, মহানন্দে ল'য়ে চল।।