শ্রীশ্রী হরি সঙ্গীত
অকুল ভবধি নীরে তীরে হরি দয়াময়।
ভক্তিবিহীন দীনের ও দীন পার ক'রে দিচ্ছে হেলায়।।
১) কলি যুগ ধন্য, যে যুগেতে অবতীর্ন,
হ'লেন হরি শ্রী চৈতন্য, কলির জীবের ভাগ্যোদয়।।
২) সাঙ্গ-পাঙ্গো ল'য়ে সঙ্গে, এলেন হরি পরম রঙ্গে,
জগত ভাসায় প্রেম-তরঙ্গে, আতঙ্কে যমদুত পালায়।।
৩) অনর্পিত যেই হরিনাম, পুরা'তে জীবের মনোস্কাম,
ভবব্যাধি ক'রতে আরাম, নামৌষধি জীবকে বিলায়।।
৪) পূর্ন কুম্ভ নিত্যানন্দ, এবে হ'ল মহানন্দ,
নামের সহিত প্রেমানন্দ, তাই দিয়ে জগৎ মাতায়।।
৫) তারকচাঁদ কয় উচ্চৈঃস্বরে, এমন দিন আর হবে নারে,
এমন দয়াল পাবি না রে, অশ্বিনী তোর সময় যায়।।
*****