শ্রীশ্রী হরি সঙ্গীত
আমি পিতৃ-মাতৃ হলেম ত্যাগী বিষয় বিরাগী।
ঘরে বসে কাঁদে বিলাস ভার্য্যা অভাগী।।
১) ত্যাগ করিলাম পুত্র কন্যে, গৃহে থাকি যাহার জন্যে।
মন মতি হ'য়েছে হন্যে, কি যেন কি বস্তু লাগি।।
২) পিতা কাঁদলে করে হায় হায়, কঠিন পাষাণ বলি তোমায়।
বল ভবে কেউ কারো নয়, পাষাণে বুক বাঁধ রাখি।।
৩) পাখী যত আছ ডালে, মা কাঁদিলে পুত্র বলে।
তোমরা ডেক মা বোল বলে, প্রহরে প্রহরে জাগি।।
৪) ভার্য্যা কাঁদলে চিকন স্বরে, কাল ভ্রমর কই তোমারে।
বুঝাইও গুণ গুণ স্বরে, কেউ কারো নয় দুঃখের ভাগী।।
৫) গুরুচাঁদের শাসন চোটে, ভব বন্ধন গেছে কেটে।
কাঁদতে হবে ঘাটে মাঠে, অশ্বিনী হও প্রেম বৈরাগী।।
*****