২১ নং গান, তাল -
ভব নদীর ভাব না জেনে ধ'রো না পাড়ি
থাক্ সামাল সামাল মন ব্যাপারি নদীর স্ত্রীবিনায় তুফান ভারী।।
১) সেই নদীর তরঙ্গ দেখে, কত যোগী ঋষি ভাব'ছে বসি কিনারায় থেকে।
তারা চেয়ে আছে উর্দ্ধ মুখে, (বলে) পার কর দয়াল হরি।।
২) যত সব সায়রের নেয়ে, ভব নদীর ভাব না জেনে বাদাম টেনে যেতেছে বেয়ে।
নদীর দক্ষিন বাঁকের গোলায় গিয়ে, সাধ ক'রে ডুবাচ্ছে সাধের তরী।।
৩) প্রতিমাসে ছোটে সে নদীর বান, কত ধনীর ভরা যাচ্ছ মারা, থাক্রে সাবধান।
এবার গুরুর কাছে জান সন্ধান, ভবপারে যাবার ফিকিরী।।
৪) যার আছে গুরুকুপা বল, সেই সে কেবল জানতে পারে কোনখানে কোন্ জন।
তার তরী যায় না রসাতল, ও যার গুরু আছে কান্ডারী।।
৫) তারকচাঁদ বারে বারে কয়, কে কে যাবি ভবপারে সময় বয়ে যায়।
এবার অশ্বিনী ভুলিল মায়ায়, আমি ঐ দুঃখে ঝুরে মরি।।
*****