শ্রীশ্রী হরি সঙ্গীত
৪নং সংগীত, তাল - মনোহের্ষাই
গাওহে প্রভাতী গীতি শ্রীহরি-মঙ্গলরে।
শ্রী হরির বামেতে শোভে শান্তী-ঠাকুরানীরে।।
১) হৃদি-বৃন্দাবন-মাঝে, হরি রসরাজে জাগাওরে।
আলস্য এ নিদ্রা ত্যাজি, হরিপদে মন লাগাওরে।।
২) রেশম বরন তনু, কোটি ভানু জিনিরে।
পৃষ্ঠে দোলে দীর্ঘ বেনী, জিনি কাদম্বিনীরে।।
৩) আকর্ন লোচন বাঁকা, অধরে সুধা মাখারে।
মনোহর জোড়াভুরু, রামধনু আকারে।।
৪) খগচঞ্চু জিনি নাশা, প্রেমামৃত ভাষারে।
আজানু লম্বিত বাহু, কামুকের কাম-নাসেরে।।
৫) প্রেম-কান্তি শান্তি দেবীর, ভাবকান্তি মাখারে।
ভাবুক-হৃদি-রঞ্জন, কিবা ভঙ্গি বাঁকারে।।
৬) কৃপাঙ্কুর-কল্পতরু, প্রেম ফল দাতারে।
অকামনা প্রেম ভক্তি, অকাতরে বিতরে।।
৭) গোলোক পুলক চিত্ত, হরি প্রেমাশ্রিতরে।
হীরামন মনোহরা, ভক্তমন পুতরে।।
৮) শ্রীগুরুচাঁদের বানী, প্রভাতে জীব জাগরে।
দীনহীন অশ্বিনী দৈন্য (হরি) পদরজ মাঙ্গরে।।
*****