শ্রীশ্রী হরি সঙ্গীত
শ্রীধাম ওড়াকান্দি চল যাই, এমন দিন আর হবে না রে ভাই।
এল দয়া করি, দয়াল হরি, হেরে তাপিত প্রাণ জুড়াই।।
১) প্রভুর মনের অভিলাস, জগত করতে হরিদাস, হরিচন্দ্র নামে এবার হ‘য়েছে প্রকাশ।
এবার পুরাতে ভক্তের অভিলাস, এল ক্ষীরোদের গোঁসাই।।
২) প্রভু বলছে বারে বার, ক‘র সত্য অঙ্গিকার, হরিনামটি বিনে জীবের গতি নাইরে আর।
হরি নাম ভিন্ন, গতি নাই অন্য, সাক্ষী তিনকড়ি গোঁসাই।।
৩) যত যোগী-ঋষিগণ, তারা ছেড়ে যোগ সাধন, বৈষ্ণবের কুটি নাটি দিয়ে বির্সজন।
এবার প্রেমানন্দে করে কীর্ত্তন, হরিবলে ছাড়ে হাই।।
৪) অন্য তন্ত্র-মন্ত্র ধ্যান, ছাড় ধর্ম্ম-কর্ম-জ্ঞান, প্রেমানন্দে কর হরির নামামৃত পান।
হরি প্রেম সাগরে উঠেছে বান, আনন্দের আর সীমা নাই।।
৫) গোঁসাই মহানন্দ কয়, যে জন ওড়াকান্দি যায়, গয়া কাশী দিবানিশি তারা দেখতে চায়।
গোঁসাই তারকচাঁদ কয় দিন বয়ে যায়, অশ্বিনী তোর ভাগ্যে নাই।।
*****