শ্রীশ্রী হরি সঙ্গীত
মরি তাই ভেবে, মোর আর কি সে দিন হবে।
যখন বাল্যকালে, মায়ের কোলে, ছিলাম সুনিৰ্ম্মল স্বভাবে।।
১) পিতামাতা তুষত আমায়, আনন্দ উসবে।
আমি কান্না নিলে, কর্ণমূলে, হরির নাম শুনাইত মধুর রবে।।
২) মেরেছি ধরেছি কত, চঞ্চল স্বভাবে।
তবু নাইক কষ্ট সদায় তুষ্ট কত রস খাওয়াইত মিষ্ট ভেবে।।
৩) গিছে বয়স বেড়ে, সে ভাব ছেড়ে যৌবনের প্রভাবে।
পেয়ে পুত্র-দ্বারা, সে ভাব হারা, ডুবেছি সংসার রৌরবে।।
৪) গুরুর তবিল না হল মিল, গ'ণে দেখি এবে।
আমি হুজুরে কি জবাব দিব, যখন এসে হিসাব লবে।।
৫) মহানন্দের বাণী, শোন্ অশ্বিনী, মরিস্ না আর লোভে।
তোর স্বভাব গেলে, অভাব যাবে, পড়ে থাকগে গুরুচাঁদকে ভেবে।।
*****