শ্রীশ্রী হরি সঙ্গীত
হারে যে দেশে মোর মনের মানুষ আমি সেই না দেশে যাব।
আমি সেই মানুষের সঙ্গ নিয়ে আমার ত্রিতাপ জ্বালা জড়াবো।।
১) পরের দেশে পরের ঘরে সুখ হল না বসত করে, ঘুচলো না অভাব।
দুরন্ত কৃতান্তের দেশে আমি কি সুখে বসত করিব।।
২) দেশে আছে ছয়জন বাদি, তারা দুঃখ দেয় যে নিরবধি, কারে বা জানাবো।
আমার সর্বস্বধন, করল হরণ, আমি কি ধন নিয়ে এ দেশে রব।।
৩) হিংসা নিন্দা প্রতিবেশী, ভোগবাসনা সুখ পৈশাচী বিষয় বৈভব।
তাঁরা সবাই আমার হয় বিরোধী, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো।।
৪) এত জ্বালা এত পোড়া, আমি পুড়ে পুড়ে হলেম সারা, আর কতকাল সইব।
সেই প্রেম যমুনার শীতল জলে, আমার এ দেহ শীতল করিব।।
৫) তারকচাঁদের অভয় বাণী, শোন্ বলি ও অশ্বিনী, আয় তোরে দেখিয়ে দেবো।
ও তোর মনের মানুষ হরিচন্দ্র, ও তুই ধরে থাক্ সে পদ পল্লভ।।
*****