Type Here to Get Search Results !

Matua Sangeet

Matua Sangeet

১৩৯ নং সঙ্গীত, তাল -- গড়খেমটা

শ্রীশ্রী হরি সঙ্গীত


হরি তোমায় করি আর্শীবাদ, এবার পুরুক তোমার মনোসাধ।

ওহে গুণনিধি, নিরবধি কর রাধার প্রেমাস্বাদ।।

১) আমার সুকৃতি যত, তোমায় অর্পিলাম নাথ, ভক্তের সঙ্গে রসরঙ্গে হও প্রেমে মত্ত।

আমি কল্যানীর ঠাঁই এই ভিক্ষা চাই, ঘুচুক তোমার সব প্রমাদ।।

২) তুমি মহাসুখী হও, মহারাসে রও, শান্তিময় কদম্বডালে বাশরী বাজাও।                       

প্রেমানন্দে রাধার গুণগাও, পুরাও ব্রজবাসীর সাধ।।

৩) প্রিয় রাখালগণ লয়ে, দেহ গোষ্ঠেতে গিয়ে, চিত্ত সিংহাসনে বস মহারাজ হয়ে।            

আমার হৃদপদ্মে পাদপদ্ম দিয়ে, কর শাসন সিংহনাদ।।

৪) অন্তরঙ্গ সখীগণ, লয়ে শ্রী মধূসুদন, সহস্রার কুঞ্জেতে গিয়ে, হও যুগল মিলন।            

তোমার প্রেমময়ী রাইকে লয়ে, কর আনন্দ আহলাদ।।

৫) গুরুচাঁদের এই বাণী, তুই শোনরে অশ্বিনী, হরিকে আর্শীবাদ করা প্রলাপ কাহিনী।        

ওরে তুচ্ছ-মুখে উচ্চ কথা, ভজনে পড়বি বাদ।।

*****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.