শ্রীশ্রী হরি সঙ্গীত
ভূতলে চাঁদ নেমেছে ভুবন-মোহন,
হ'ল চাঁদের আগমন, হরিচাঁদের আগমন।
গেলে শ্রীধাম ওড়াকান্দি, পাবি দরশন।।
১) সত্য ত্রেতা, দ্বাপর গেলে, পুরিতে পূর্ণশশী বাকী ছিল,
এবার জীবের ভাগ্যোদয়, হ'ল পূর্ণচাঁদ উদয়।
জীবের চিত্ত-তমঃ-সন্দ করিতে মোচন।।
২) ভকত চকোর যারা, হরিচাদের সুধাপানে মাতোয়ারা,
হয়ে ভাবতে বিভোল, হরিনামেতে পাগল।
প্রেমে তনু ডগ মগ ঝরে দু'নয়ন।।
৩) পূর্ববঙ্গ বাকী ছিল, পুরাইতে ভক্তের বাঞ্চা পুনঃ এল,
সঙ্গে ল'য়ে ভক্তগণ, প্রেম রসে মগন।
জগতে প্রেমসুধা করে বরিষণ।।
৪) লেগে হরিচাঁদের কিরণ, মা'তল তারক মহানন্দ, গোলোক হীরামন,
হ'য়ে মত্ত মাতাল, মাতাল আকাশ পাতাল।
এবার দুঃখী তাপীর জুড়াইল তাপিত জীবন।।
৫) তারকচন্দ্র ব'লছে কাঁদি, উদয় হ'লরে চাঁদ ওড়াকান্দি,
দয়াল মহানন্দ কয়, সে চাঁদ দে'খবি কে কে আয়,
অশ্বিনী দে'খলি না চাঁদ ভরিয়া নয়ন।।
*****