শ্রীশ্রী হরি সঙ্গীত
মোরা কেন নবদ্বীপ যাব, শূন্য নদীয়ায় কি ফল পাব।
ওসে নদীয়ার চাঁদ এই হরিচাঁদ, হেরে জীবন জুড়াবো।।
১) গোসাঁই রামকান্তের বরে, প্রভু যশোমন্তের ঘরে,
জীবের জন্য অবতীর্ন, হ'ল এবারে।
এবার বর্তমানে পেলেম তাঁরে কেন তীর্থবাসী হবো।।
২) তীর্থে নাহি প্রয়োজন, ও সে তীর্থের মহাজন,
লয়ে গয়াকাশী, তীর্থরাশী আরো বৃন্দাবন।
এবার ওড়াকান্দি এল সে ধন, গেলে বর্তমানে দেখতে পাবো।।
৩) ভারত, ভাগবত, রামায়ন, তন্ত্র গ্রন্থ অগণন,
কোন শাস্ত্রে নমঃশূদ্রের না পাই নিদর্শন।
এবার শাস্ত্র মতে ক'রে সাধন, কেমনে তাঁরে পাবো।।
৪) তাইতে পুর্ন অবতার হল হরিচাঁদ আমার,
হরিলীলামৃত গ্রন্থ দলিল আছে তার।
কর দলিল গ্রাহ্য, ছাড় বাহ্য, আমরা সবে হরির দাস হবো।।
৫) গুরুচাঁদের এই বাণী, ও তুই শোনরে অশ্বিনী,
যে চরনে জন্ম নিল পতিত পাবনী।
এবার সেই মানুষ এল এদানি, ভব পারের বান্ধব।।
*****