Type Here to Get Search Results !

Matua Sangeet

Matua Sangeet

৯৬ নং সঙ্গীত, তাল- একতালা

শ্রীশ্রী হরি সঙ্গীত


হারে ও তমঃ দূর হলো, হরিচাঁদের আগমনে।

যত ভকত চকোর, প্রেমেতে বিভোর, মত্ত সুধা-পানে।।


১) এ চাঁদ অতি-সুনির্মূল, বড় সুশীতল, হেরিলে নয়নে।                       

করে প্রেমে মাতোয়ারা, দুনয়নে ধারা, বহে রাত্রি দিনে।।


২) এ চাঁদ করলে দরশন, কিম্বা পরশন, যে করে যখনে।                     

      ও তার কুলমান-রাশি, অমনি পড়ে খসি, দাসী হয় চরণে।।


৩) এ চাঁদ গোলোকেতে ছিল, ভুলোকেতে এলো পুলকিত মনে।          

      ও চাঁদ কাউকে নহে বাম সবার মনস্কাম, পুরায় নিজগুণে।।


৪) এ চাঁদ হইয়ে সদয়, ভূতলে উদয়, যশোমন্তের ঘরে।                      

          এ চাঁদ অনাদির আদি, গেলে ওড়াকান্দি, দেখবি বর্তমানে।।


৫) দয়াল মহানন্দ কয়, হরিচাঁদ উদয়, জীবের ভাগ্য গুণে।                 

      যাবে তমঃ সন্দ তোর, অশ্বিনী বর্ব্বর, হরিচাদের কিরণে।।

*****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.