শ্রীশ্রী হরি সঙ্গীত
১০ নং সংগীত, তাল - আড়া
কর নামামৃত পান, কর হরি নামামৃত পান।
নামে রুচি হলে নামে করবে প্রেম দান।।
১) নামামৃত পান করিলে, সুনির্মল প্রেমফলে।
এক্কালে ও আমার মন, জুড়াবে পরাণ।।
২) যেই নাম সেই হরি, ভজরে মন, নিষ্ঠাকরি।
নামের সহিত হরি, আছেন অধিষ্ঠান।।
৩) হরিনামের মর্ম জানি, পাগল হ'ল শূলপাণি।
বীণা যন্ত্রে নারদমুনি, করে গুণ গান।।
৪) পতি মম মহানন্দ, গতি মম গোলোকচন্দ্র।
জ্ঞান মম তারকচন্দ্র, গুরুচন্দ্র ধ্যান।।
৫) প্রাণ মন হরিচন্দ্র, পদে প্রেম মকরন্দ।
পান করলি না তার এক বিন্দু অশ্বিনী অজ্ঞান।।
*****