শ্রীশ্রী হরি সঙ্গীত
আমি গুরু বৈমুখ হয়ে রলেম ভাই, এ মুখ কেউ দেখ না।
এ পোড়া মুখ দেখলে পরে ও তার দুঃখ আর যাবে না।।
১) হরি বৈমুখ হলে পরে, গুরু গোঁসাই রাখতে পারে, বিচার অনুসারে।
গুরু বৈমুখ হলে পরে, তারে কেউ রাখতে পারে না।।
২) গুরু গোঁসাইর দয়া ছিল, কর্ম্মদোষে নিদয় হল, শেষে বিদায় দিল।
ভবকুপে ফেলে দিল, আমায় কেউ ডেকে সুধায় না।।
৩) বন্ধু-বান্ধব ছিল যারা, আমার বিপদ দেখে পালায় তারা ভেবে হলেম সারা।
তবিল ভেঙ্গে গেলাম মারা, আমার মন মতি ভাল না।।
৪) গুরু গোঁসাই দয়া করে আমায় পাঠাইল প্রেম-বাজারে, লোভে এলেম ফিরে।
এমন সুধা-মধু ত্যজ্য করে, এসে খেলেম গরল পানা।।
৫) মহানন্দ বলছে দুঃখে, এমন অপরূপ রূপ দেখে চক্ষে, মজলি ঐহিক সুখে।
অশ্বিনী তোর নাইরে রক্ষে, আমার গুরু চন্দ্র বিনা।।
*****