Type Here to Get Search Results !

Matua Sangeet

Matua Sangeet

৯ নং সঙ্গীত, তাল - একতালা

শ্রীশ্রী হরি সঙ্গীত

৯ নং সঙ্গীত, তাল - একতালা

নমঃগুরু চন্দ্র নমঃ তমঃ-বিমোচোন,

আমার চিত্তগুহার অন্ধকার কর উদগীরন

১) নমঃশূদ্র-কুলোদ্ভব, তুমি ভাবাদি বান্ধব, 

তোমার সৌরভে জগৎ মাতিল ঘুচিল রৌরব।

তুমি জ্ঞান-দাতা, জগৎ পিতা, পতিতের কর পাবন।।

২) কোটি চন্দ্র দিবাকর, উদিত চরনে তোমার, 

দিবানিশি দিচ্ছে ঝলক, ঘুচলো অন্ধকার। 

আমায় দিয়ে আলোক, কর পুলক, ভুলোকে গোলোকের ধন।।

৩) ক্ষুদ্র নমঃশূদ্রগণ, তাদের অজ্ঞান-ভঞ্জন, 

দিব্যজ্ঞান করিয়া দান, করিলে ব্রাহ্মন। 

হরিনাম ধর্ম করি বিতরন, পাষণ্ড করিলে দলন।।

৪) দিয়ে পিতৃধর্মে মন, করিলে প্রতিজ্ঞা পূরন, 

নমঃকুল-কলঙ্ক রাশি করিলে হরন।

এবার গার্হস্থ প্রসস্থ ধর্ম, জগতে করিলে অর্পন।

৫) আমার হৃদয়-আকাশে, গুরুচাদ উদয় হও এসে, 

তোমার রুপ-মাধুরী, নয়ন ভরি, দেখব হরিষে। 

মূঢ় অশ্বিনী কয়, দীন দয়াময়, দাও আমারে শ্রীচরন।।

*****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.