শ্রীশ্রী হরি সঙ্গীত
হরি-প্রেম সাগরে বান ডেকেছে, ঘটেছে মহা প্রলয়।
হয়ে, নামের পূবন, উঠল তুফান, ভীষণ প্রলয় হয়েছেরে।।
১) সত্য ক্রেতা দ্বাপরেতে, যে প্রলয় না ছিল।
এবার কলির শেষে হরিচাঁদ এসে, সেই প্রলয় ঘটালরে।
২) আইল প্রেমেরই বন্যা, বীজ মন্ত্র নাশ হল।
এবার তা দেখিয়া পঞ্চ জনার আনন্দ বাড়িল রে।।
৩) যে দিন শ্রীধাম ওড়াকান্দি, হরিচাঁদ উদয় হল।
জীবের চিত্ত সন্দ, কর্ম্ম বন্ধ, সকল ঘুচে গেলরে।।
৪) ওড়াকান্দির প্রেমের বন্যায় তরঙ্গ বাড়িল।
ও সে নারিকেল বাড়ী ডুবু ডুব, জয়পুর ভেসে গেলরে।।
৫) প্রেমের বন্যায় পাক পড়িয়া, উথলে উঠিল।
গোঁসাই দশরথ, লোচন, গোলোক, হীরামন, মৃত্যুঞ্জয় ঝাঁপ দিলরে।।
৬) অভিমানী কর্ম্মী-জ্ঞানী, যারা বাকী ছিল।
এবার প্রেম সাগরের ঢেউ লাগিয়ো, তারা সব ডুবিল রে।।
৭) ডেকে বলে মহানন্দ, কি আনন্দ হল।
এবার অশ্বিনী বিহনে প্রেমে জগৎ মাতিল।।
*****