৮২ নং গান, তাল - একতালা
ভজন বিহীন সাধন শূন্য গুরু আমার কোন সম্বল নাই ।
হইলেম ভজন বিহান দীনেরও দীন দেশ বিদেশে ঘুরে বেড়াই।।
১। ভজন বিহীন সাধন শূন্য পাপে দেহ পরিপূর্ণ, গুরু আমার কোন উপায় নাই।
কর বা না কর দয়া হরি, দিতেছি তোমার দোহাই ৷৷
২। দুঃখী-তাপী ছিল যত, ভরে গেল শত শত, আমি স্বচক্ষে তাই দেখতে পাই।
হরিনামের গুণে জীব তরে যায়, তরিল জগাই মাধাই ৷৷
৩। দয়াল গোপালচাঁদে বলে, হরি তোমার পদতলে, সকলেরে দিও ঠাই।
তুমি সকলেরে কর দয়া হরি, আমি তোমায় নাহি চাই ৷৷
*****