৭৯ নং তাল-গড়খেটা
আমি অনেকদিন হই স্বদেশ ছাড়া, আমার খবর ক’স ভাই তোরা ।
আমার হরি-পিতা শাস্তি-মাতার সু-পুত্র ভাই আছিস্ যারা ।।
১। আমি পিতার হই কু-পুত্র, ঘুরে বেড়াই এই সংসার ক্ষেত্র,
আমার মত নাই কপাল পোড়া।
আমি সোনা দিয়ে খেলনা কিনে, ভরেছি পাপের ভরা ।।
২। সাধ ছিল যাব প্রেম-বাজারে যাওয়া হলো না মোর কর্মান্তরে,
রং বাজারে পড়লেম ধরা।
দিলেন মদনগঞ্জে নৌকায় পাড়া, বন্দী র’লেম নটী পাড়া ৷
৩। জানাইও এই নিবেদন, গুরু আমায় দিয়াছিল যে সকল ধন,
লুটে নিয়েছে ছয় চোরা ।
আমার মানবতরী অচল হ'ল খ’সে গিয়াছে কলের জোড়া ।
৪। গোপালচাঁদ কয় শোন্ অভয়া, দেখলি না নৌকার দিকে চাহিয়া,
জুনিয়ার খেয়ে করছে সারা।
তোর দেশে যাওয়া হবে না গুরুচাঁদের দয়া ছাড়া ।।
—অভয়চরণ
*****