৬ নং গান, তাল - একতালা, রাগিনী - ভৈরবী
ভোর হইল নিশি জাগো হে জগৎবাসী, জাগিয়ে লও হরিনাম হে।
বসিয়ে গাও গুনোগান হে।।
১) হৃদি-কুঞ্জ কাননে, শ্রীগুরুর সনে, আনন্দে হরি গুন গাও হে।
হৃদি বৃন্দাবনে, গুরু চরণে মন তুলসী নয়ন জল দাও হে।।
২) এই সু-প্রভাতে, গুরুর প্রেমে মেতে, গুরুচাঁদের জয় জয় দাও হে।
গুরুর শ্রীপাদ পদ্মে ভ্রমর হইয়ে, প্রেমের মধু ছেকে খাও হে।।
৩) পশুপাখি সবে, বসিয়ে এবে, আনন্দে হরি গুন গাও হে।
মানব হইয়ে মায়াতে মজিয়ে, কেন রহিলে ঘুমাইয়ে হে।।
৪) নিশি অবসানে, হরিগুন গানে, মন মতিকে লাগাও হে।
তবে আসিবে ভকতি, পালাবে কুমতি, সুমতির আনন্দ বাড়িবে হে।।
৫) গোপাল চাঁদের মধুর বাক্য, যার হৃদয়ে আছে ঐক্য, তার অলস নাহি রয় হে।
বিপিন লম্পট, খুলিয়ে কপট, হরিচাদে প্রেমে মেতে রও হে।।
*****