Type Here to Get Search Results !

Matua Sangeet

Matua Sangeet

মতুয়া সঙ্গীত -66

 ৬৬ নং গান, তাল - একতালা


গুরুচাঁদ বাবা, কোথায় রইলে দয়াল ধন বাবা তোমাকে না হেরিলে,

কি হবে বাঁচিয়ে, এ ছাড় জীবনে কিবা প্রয়োজন ৷৷

১) বাবা কোথায় গেলে তোমায় পা’ব তোমায় দেখে প্রাণ জুড়া’ব গো--

আমার সকল জ্বালা হবে নিবারণ ।

আমার প্রেম ভক্তি থাকত যদি, দেখা দিতে নিরবধি, হৃদয় মাঝে করতে বিচরণ ৷৷ 

২) সুকর্ম করিতাম যদি, তোমায় হারাতেম না গুণনিধি গো—

এ দশা মোর হোত না কখন ৷

আমি সে সাধনা করি নাই, তোমায় কভু ভাবি নাই, কেমনে পা’ব শ্রীচরণ ।।

৩। বাবা কোথা থেকে ভালবেসে, তুমি পালিতেছ এ দীন দাসে গো--

তা’তে নাহি জুড়াও হে প্রাণসখা,

একবার এসে দিয়ে দেখা, প্রাণ জুড়াও হে প্রাণসখা, অধীনের এই অকিঞ্চন ৷৷

৪। ডেকে বলে নব ঠাকুর, কুমুদ মনের সন্দ কর দূর গো-- যা বলে শোন্ শ্রী গোপালচাঁদ

আমার দয়াল বাবা গুরুচাঁদ, রূপে এল প্রমথচাঁদ, ভুলিসনা যদি যায় জীবন ।।

*****

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.