৫৮ নং গান, তাল - একতালা
তোমায় ডাকিতে জানিনা গুরুচাঁদ বাবা দয়াকরে তুমি এসো
তোমায় ভাবিতে পারিনে হে প্রেমময়, আমার হৃদিমাঝে এসে বস।
১) মনে বড় সাধ চরণ সাধনে, নাহি জানি হায় পূজীবো কেমোনে।
আমার নাই প্রেম ধন, ভক্তি রতন, দাও প্রভু প্রেম বাতাস ।।
২) কমলা-সেবিত চরণে লালসা পূরিবে কি আশা, মনের এ দুরাশা।
যোগী-ঋষি গণে, পায়না তোমায় ধ্যানে, বাঞ্ছা পড়াও পরমেশ।।
৩) মনে বড় আশা আত্ম-সমর্পনে, ও যে অপবিত্র দেহ, দানিব কেমনে।
আমার দান অযোগ্য বপু, শুচি করে প্রভু, শ্রী চরণে রাখি দাস।
৪) আমি অজ্ঞান অধম পরম দুরাচারী, মন প্রাণ খুলে ডাকিতে না পারি।
দয়া পাই কিনা পাই, দেহ যেন দোহাই, এ নগা পায় যেন প্রেমাভাষা।
*****