৫৪ নং গান, তাল - একতালা
হরি তব অভয় পদে স্মরণ নিতে পারি কই।
তুমি আমার সর্বস্ব ধন, সে'তো শুধু মুখে কই।।
১) মিছে মায়ার আকিঞ্চনে, মজিয়ে কামিনী কাঞ্চনে।
আমি আপনি জ্বলে পাপাগুনে, আপন প্রাণ দগ্ধ হই।।
২) মত্ত হয়ে অহংকারে, ঘুরে বেড়াই অন্ধকারে।
আমার জ্ঞানের আলো বন্ধ করে, অন্ধকারে ডুবে রই।।
৩) পেয়ে তোমার সুখের সংসার, আমি ভাবি আমার আমার।
আমার অহংকারে পূর্ণ বিকার, সব অস্বীকার করে লই।।
৪) রসিক বলে আমি অজ্ঞ পোড়াইলেম নিজের ভাগ্য।
হরি হওয়া তোমার দাসের যোগ্য, হয় কি তোমার দয়া বই।।
*****