৪২ নং গান, তাল - কাওয়ালী, রাগিনী - দেশ
গুরুচাঁদ রে আমি তোমায় কিছু দিতে পারলেম না।
আমি পারতেম যদি তোমায় দিতে আমার কোন অভাব রইতো রে না।।
১) তুমি আমায় সকল দিলে বাবা করে করুনা।
আমি তোমার দেশ বসত করে তোমায় কভু চিনলেম না।।
২) সুপথে চলিতে দিলে আমায় চরণ দু'খানা।
হলেন কর্মদোষে বিপথগামী সঙ্গে বাদী ছয়জনা।।
৩) হস্ত দু'খানা দিলে আমায় তোমার করতে অর্চনা।
আমার সে হস্ত যায় দুষ্কর্মেতে তোমার চরণ পূজা করা হ'ল রে না।।
৪) নয়ন দেছ হেরতে প্রভু তোমার রূপের জ্যোৎসনা।
আমার নয়ন মুগ্ধ শিমুল ফুলে তোমার পানে কভু চাইলেম না।।
৫) মন দিয়েছো করতে প্রভু তোমায় সাধনা।
আমার মন রহিলো মায়ায় মুগ্ধ তোমার সাধন ভজন করা হ'ল না।।