৩ নং গান, তাল - ঠুংরী, রাগিনী - ভারোয়া
জয় জগৎ পিতা জ্ঞানদাতা গুরুচাঁদ মহেশ্বর।
(তুমি) নাম প্রচারক জীব নিস্তারক শ্রী হরিচাঁদ কুমার।।
১) তুমি দেব-দেব ভবাদি বান্ধব, তব সৌরভে ঘুচিল রৌরব।
দেহী মে দেহি শ্রীপদ-পল্লব, দেহি মে মস্তোকোপর।।
২) কর হরি-সুত করুনা কিঞ্চিৎ, জ্ঞানের মুকুল কর বিকশিত।।
প্রেমানন্দ দানে কর আনন্দিত, কলির কলুষ হর হর।।
*****