৩০ নং গান, তাল-কাওয়ালী, রাগিনী-ভাটিয়ালী
দয়াল গোপাল চাঁদেরে, তোমায় কি ভোলা যায়?
তুমি শিখাইলে হরি বলতে, পদধূলি দিতে মাথায়।।
১) ছিলাম অন্ধকারে পড়ে, টেনে তুললো হাত ধরে, দয়াময় হায়রে।
তোমার মতন ,অধম তারণ কজন আছে এ ধরায়।।
২) নৌকা নাই যে নদীর জলে, দাঁড়াইয়া যদি গোপাল বলে, পাড়ের আশায়।
শুনে নামের ধ্বনি কুম্ভিরিণী, পিঠ দিয়ে পার করে দেয়।।
৩) গহন বনে বাঘকে দেখে, গোপাল বলে যে কেউ ডাকে, প্রাণের ভয়ে।
বাঘে হিংসা ভুলে, কাছে বসে, (তোমার) দয়ল নামটি শুনতে চায়।।
৪) তোমার দয়া হেলা করে, গেলাম ছুটে বারে বারে, কু-আশায়।
তবু ভালোবেসে, দয়া করে, দিলে আমায় পদাশ্রয়।।
৫) যেভাবে রাখো না কেন, তোমাকে ভুলি না যেন, হে প্রেমময়।
যেন বাবা বলে অধম জগা, তোমার চরণ তলে পড়ে রয়।।
*****