২ নং গান, তাল - ঠুংরী , রাগিনী- ভারোয়া
এসো নবীন শান্তিদেবী মাগো হরিচাঁদ রঞ্জিনী।
শান্তি দায়িনী প্রেমসুধা রূপে, অশান্তি নাশিনী।।
১) হরিচাঁদ পদ্মে প্রেমসুধা রূপে তুমি সুনির্মল আছো স্বরুপে।
ভকত বাঞ্ছিত তব ঐ পদে, ব্রহ্মময়ী সনাতনী।।
২) যেখানেতে হয় নাম সংকীর্তন, সেখানেতে মাতা তব আগমন।
নামের সহিত যুগল মিলন, হও গো জগৎ জননী।।