Type Here to Get Search Results !

Matua Sangeet

Matua Sangeet

মতুয়া সঙ্গীত -1

 ১ নং গান, তাল - কাওয়ালী, রাগিনী - কেদারা

সুন্দর সুন্দর অতিশয় মনোহর--

 আমাদের ঠাকুর, আমাদের সুন্দর।।

১) শুভদিনে জনমিলে ওড়াকান্দি ধামে

 বিশ্ব মাতাইলে হরিগুরু নামে-- মোহন মূরতি শুভ্র কলেবর।।

২) জ্যোৎস্না-খচিত ইন্দিবর তনু,

পদতলে শোভে শত কোটি ভানু ।

পাপ তাপ নাশিদ,আপনি ভাস্বর।।

৩) পীযূষ পড়িত মধুমাখা বাণী ,

কৃপা টল-টল হৃদয়খানি,  বিশ্বপ্রেম রসে তনু জর জর।।

৪) বিশ্ব গাহে তব জয় গুন গান--

দিনহিনে কথা করহে মহান -- নিখিল মতুয়া কল কর্ণধার।।

*****


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.