১৮ নং গান, তাল - একতালা, রাগিনী - রামপ্রসাদী
আমার গুরুচাঁদ এসেছে ফিরে--
ভক্তবৃন্দের মনোরঞ্জন প্রমথরঞ্জন নামটি ধরে।।
১) অধম পাপি লোভী কামী, আয় কে কে যাবি ভবপারে।
এবার যে না পারে যেতে পারে, হাত ধরে উঠাচ্ছে তারে।।
২) আঠাশ মনান্তর পরে, এবার সুযোগ হয়েছে রে ।
জীবের ভাগ্য ভালো তাইতে এল, প্রেম পশরা ল'য়ে শিরে।।
৩) প্রেমেতে প্রমত্ত হ'য়ে প্রমথরঞ্জন মূর্তি ধরে
তাঁকে যে জন তাকে, ত্বরায় তাকে, কেবল ফাঁকে প'ল একা হরে।।
*****