১৭ নং গান, তাল - একতালা
গুরুচাঁদ ডাকি কাতরে,
এসে উদয় হও জগৎবন্ধু, আমার এই হৃদয় মন্দিরে।।
১) ভরিয়ে পাপের ভরা, আমি না পাই নদীর কুল কিনারা গো--
লাভে মুলে হ'লেম হারা, এই বার ব্যাপারে।।
২) ভব-নদীর তুফান ভারী, দেখিয়া আতঙ্কে মরি গো--
আমি কখন ডুবে মরি, এই অকূল সাগরে।।
৩) পাপী তরী বোঝাই ভারী, গুরুচাঁদ তুমি বিনে আর নাই কান্ডারী গো--
দিয়ে চরণ তরী দয়াল হরি, পার করো মোরে।।
৪) বানচোরা বাতাস মূহড়া, আমার টান মানে না ভক্তি দড়া গো--
দয়াল গুরুচাঁদের দয়া ছাড়া উপায় নাই পারে।।
*****