১৬ নং গান, তাল - কাওয়ালী, রাগিনী- পুরবী
তারে তারে নাথ অধম তারণ।
জীব তরাইতে, অবনীতে, ওড়াকান্দি আগমন।।
১) অনন্ত করুণা তব, কেমনে আমি বুঝিবো।
পড়ে আছি মরা শব, প্রাণহীন দেহ মন।।
২) বারে বারে অবতার, প্রয়োজন নাহি আর।
স্বমুখে করিল স্বীকার, তারক গোলক প্রাণধন।।
৩) দীন হীন জ্যান্তে মরা, পিছি পড়ে ছিল যারা।
পেয়ে তব কৃপাধারা, মরা দেহে পেল প্রাণ।।
৪) হরিচাঁদ রুপে এলে, গুরুচাঁদে লুকাইলে।
প্রেমধারা ঢেলে দিলে, উদ্ধারিল বিশ্বজন।।
৫) ডেকে বলে শ্রীগোপাল, নারীর মোহে জীব ম'ল।
মহানন্দ ঢলে প'ল, অকালে হারায় জীবন।।
*****