১৪ নং গান, তাল - একতালা, রাগিনী - ভাটিয়ালী
চরণতলে গুরুচাঁদ রেখো আজ আমারে।
ফিরাইও না কাঙ্গাল বলে ভাসাইওনা সাগরে।।
১) নাম শুনেছি করুণাময়, অধম জনারই আশ্রয়।
তাই জেনে বিপুল ভরসায়, এলেম তোমার দুয়ারে।।
২) কাল মেঘের বারির আশায়, চাতক যেমন মেঘের পানে চায়।
তোমার শীতল ছায়া পাবার আশায়, চেয়ে আছি কাতরে।।
৩) আমি চাইনাগো মান চাইনা মানিক, চাইনা বিষয় বিত্তখানি।
আমি জন্মাবধি পথের পথিক, ব্যাথিত হারা সংসারে।।
৪) প্রফুল্ল কয় দিবানিশি, থাকবো চরণ ছায়ায় বসি।
চোখের জল মিশায় হাসি, দিব তোমায় আদরে।।
*****