১৩ নং গান, তাল - গড়খেমটা, রাগিনী - ভৈরবী
তোমায় দয়া করতে বলি না।
তোমার যে অমূল্য দয়া, আমাতে কিঞ্চিৎ সাজেনা।।
১) যে দয়া করে রেখেছো, তার মজুরী কিছুনা পেয়েছ,
তবু যে পালন করতেছ, সে তোমার অসীম করুণা।
তোমার কত দয়া, কত স্নেহ, তা আমি ভাবিনা।
অহংকারে হয়ে মত্ত তোমাকে আমি চিনি না।।
২) তব দয়ায় ব্রহ্মাণ্ড দেখি, দয়ার তুলনা দিব আরকি।
তুমি জগৎ-পিতা নাকি আমি তা জানলেম না।।
তুমি জোগাও কত খাদ্য খাদক, পিতা নাকি আমি তা ভাবি না।
যখন পান করেছিলাম স্তনের দুগ্ধ, হরি সে তোমার করুণা।।
৩) তব দয়ার এই পরিচয়, দয়ায় পাপী তরে যায়।
তোমার গুণ আর বলবো কোথায়, তুলনা পেলাম না।।
দয়াময় নিচ্ছ জীবের পাপেরই ভার, হয়ে সম্মাননা
তুমি জনম ভরে ব'চ্ছ বোঝা, তোমার খাটনি একদিন খাটলেম না।।
৪) বলছে দয়াল গোপাল চাঁদ, দয়ার কথা যে মনে রাখে বেন্ধে,
সে দিবানিশি বেড়ায় কেন্দে, ঠাকুরকে ভোলে না।
বরদা তুই দিন দুরাশয়, নামে রুচি হ'ল না।
তোমায় কত দয়া করছে হরি, তাহার গুন কেন গাও না।।
*****