১৩৮ নং গান, তাল-একতালা
সোনার গুরুচাঁদ ছেড়ে গেছে নিজ দেশে।
ও তার---বিচ্ছেদ-বিরহ দাহে জীবন জারল বিষে ।।
১। ভরা গাঙ্গে জীর্ণ তরী, গুরুচাঁদ তার রয় কাণ্ডারী, বান্ধব রে
ও সে কাণ্ডারী ছাড়লো তরী এখন বাঁচি কিসে ।।
২। দরদী বান্ধব আর কেহ নাই, বল দেখি দেই আর কা'র দোহাই, বান্ধব রে!
বান্ধবহারা পোড়া দেশে, থাকবো কা'র আশে ।।
৩। না জানি অপরাধ কত ছেড়ে গেল প্রাণনাথ বান্ধব রে!
এখন দিন চলে যায় রাত্রি কাটে হাই হুতাশে ।।
৪। চাঁদ যদি আজ ছেড়ে গেল, বেঁচে থেকে কি লাভ বল, বান্ধব রে
মরণ আমার বান্ধব হ'ত যদি নিত এসে ।।
৫। গোপালচাঁদ আজ কয় না কথা, ও তার নয়ন ঝরে বুকে ব্যথা বান্ধব রে।
ওরে মহানন্দ খুঁজিস্ বৃথা বান্ধব আর কি আসে।।
*****