১০ নং গান, তাল - কাওয়ালী, রাগিনী - মিশ্রিত পুরবী
গুরুচাঁদ পতিতপাবন হে, পতিতপাবন অধম তারণ সত্য সনাতন হে।
১) কৃপা করি এল এ জাতি মাঝারে, রাজ-রাজেশ্বর দীন হীন ঘরে।
সত্য, সুন্দর, অনাদি কারণ নিত্য বান্ধব হে।।
২) কত যুগ ধরি হ'ল অবতার, পতিতের কভু নাম হ'ল উদ্ধার।
মহা উদ্ধারণ, পতিত তারন, দুঃখ নিবারণ হে।।
৩) ব্যথিতের ব্যথা যে বুঝিতে পারে, সে জন আইলো সে ব্যথা মাঝারে।
ওড়াকান্দি পরে ব্যথা ভরা ঘরে, বেদনা-নাশন হে।।
৪) হরিচাঁদ রুপে প্রথমে আবাদ, গুরুচাঁদ রূপে প্রেম রসাস্বাদ।
মলিনতা ধুয়ে মানুষ সাজায়, (করলে) কৃপা বিতরণ হে।।
৫) মনে দিলে শান্তি মুখে দিলে হাসি, জ্ঞানে মেখে প্রেম দিলে হাসি।
মরা দেহে প্রাণ, দিলে ভগবান, শমন-দমন হে।
৬) দীন হীন অতি পাপে মোহে অন্ধ, নরাকারে পশু আমি মহানন্দ।
পদ রঃজ দানে, রেখো গো চরণে, করুন স্মরণ হে।।
*****